তুই যাস নারে মা ঐ মিছিলে
- এফ ইউ শিমুল ০৮-০৫-২০২৪

এফ ইউ শিমুল বৈশাখ কে উদ্দেশ্য করে মা তার মেয়ের জন্য লেখা এক দুশ্চিন্তার চিঠি.. স্নেহের পুতুল, কেমন আছিসরে মা? মাকে ছাড়া কেমন আছিস জানিনা, তবে আমি ভাল নেই দুঃচিন্তাটা আমার বরাবরই তোর জন্য হয়ে থাকে, তবে এবার একটু বেশি। কারন→ কাল তো পহেলা বৈশাখ নিশ্চই বের হবি জোয়ারের টানে। কিন্তু ভয় লাগেরে মা আবার যদি ফিরে আসে টি এস সির ঐ সন্ধ্যাটা সাবেক। তুই বুঝবিনারে মা, এই কথা ভেবে থরপরিয়ে উঠছে আমার বুকের ভেতরে কলিজাটা কিছুতেই কমছে না আমার আবেগ। দোহাই লাগেরে মা তুই যাবিনা ঐ মিছিলে শকূনের দল ওত পেতে থাকে তোদের ঘিলতে কে জানে কাল কালবৈশাখি ওঠে কিনা ঐ গন জোয়ারে দোহাই লাগে মা তুই যাস না ঐ মিছিলে। তোর কিছু হলে আমি যে চির নিন্দ্রায় যাব অকালে দোহাই লাগের মা তুই যাস না ঐ মিছিলে। "ইতি " তোর দুঃখিনি মা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।